অবশেষে আয়োজিত হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

বহু প্রতীক্ষার পর অবশেষে আয়োজিত হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। ধানমন্ডির আবাহনী মাঠে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে পুরো উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।

তিনি বলেন, আগামী সাতদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন ডাকবে বেঙ্গল ফাউন্ডেশন। সেখানেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে এবার উপমহাদেশের যেসব শিল্পীদের আসার কথা ছিল, তাদের অধিকাংশই অসছেন।

এ বছর ২৩ নভেম্বর থেকে বনানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসরটি আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু বেঙ্গল ফাউন্ডেশন জানিয়েছিলো, সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় আয়োজনটি এ বছর করা হচ্ছে না।