শ্যামনগরে দুদকের গণশুনানী উপলক্ষে প্রস্ততি সভা
মঙ্গলবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগামী ১৫ নভেম্বর দুনীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানী উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুনীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালক মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুনীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাধারণ সম্পাদক ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহ অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, দেবপ্রসাদ মন্ডল,সাবেক ইউপি সদস্য সোহেলি পারভীন ঝর্ণা,প্রভাষক ডালিয়া পারভীন ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ,সরকারী কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
জানা যায় আগামী ১৫ নভেম্বর শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে দুনীতি দমন কমিশনের আয়োজনে ,শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্বাবধানে ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি ও ওয়াল্ড ব্যাংকের সহায়তায় গণ শুনানী অনুষ্ঠিত হবে। গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুনীতি দমন কমিশনের কমিশনার ড.নাসির উদ্দীন আহমেদ। আরও জানা যায় সরকারী দপ্তরে সেবা পেতে হয়রানী বা দুনীতির শিকার হলে গণশুনানীতে যে কেউ লিখিত আকারে অভিযোগ তুলে ধরতে পারবেন। গণশুনানীতে অংশ গ্রহণের জন্য আগামী ১৪ নভেম্বর মধ্যে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি,শ্যামনগর,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,শ্যামনগর,উপ-পরিচালক দুদক খুলনায় যোগাযোগ করার জন্য আহব্বান জানানো হয়েছে।
রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি