‘বিগ বস’ সিজন ১১ এর জনপ্রিয় মুখ আকাশ সম্পর্কে অজানা তথ্য
‘বিগ বস’ সিজনের এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন র্যাপার আকাশ দদলানি। সালমান খান তাঁকে বলেন ‘খানদান কা চিরাগ’। তাঁর আদপকায়দায় ‘বিগ বস’ হাউসের বাকি প্রতিযোগীদের থেকে আমজনতা সকলেই হেসে লুটোপুটি।
জেনে নেওয়া যাক, ‘বিগ বস’ সিজন ১১ এর জনপ্রিয় মুখ আকাশ সম্পর্কে অজানা তথ্য।
আকাশের জন্ম ভারতে, কিন্তু পড়াশোনার সূত্রে দীর্ঘদিন ধরে আমেরিকায় থেকেছেন আকাশ। আমেরিকায় রোনাল্ড রিগ্যাল হাই স্কুলে পড়াশোনা শুরু করেন আকাশ। তার পর নর্থ ক্যারোলিনার অ্যালবমোরলে হাই স্কুলে পড়েন এই র্যাপার।
কলেজে পড়ার সময় থেকেই বিতর্ক দানা বাঁধতে থাকে আকাশকে নিয়ে। এমনকী, একসময় কলেজ থেকে বের পর্যন্ত করে দেওয়া হয় আকাশকে। আর তারপরই মুম্বইয়ের এক কলেজে এসে পড়াশোনা শুরু করেন আকাশ।
‘বিগ বস’ হাউসে আকাশ দাবি করেছিলেন যে, তিনি বলিউডের সঙ্গীত পরিচালক বিশাল দদলানির এক দূর সম্পর্কের আত্মীয়। যদিও এই কথা অস্বীকার করেন বিশাল। তবে গায়ক সুখবিন্দর সিংহের সঙ্গে বেশ কিছু শো’তে গান গাইতে দেখা গিয়েছে আকাশকে।
আরেকটি রিয়্যালিটি শো’তেও দেখা গিয়েছিল আকাশকে। ‘সুপার ডিউড’ নামের রিয়্যালিটি শো’টিও সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল।
‘মিট ব্রাদার্স’ এর সঙ্গে একটি হিন্দি ছবিতে র্যাপ গেয়েছেন আকাশ। ‘রয়’ ছবিটতে ‘চিটিয়া কলাইয়া’ গানের মধ্যে যে র্যাপটি রয়েছে, সেটি আকাশের গাওয়া।
তবে র্যাপ গাওয়ার আগে টেনিস কোর্টেই বেশি দেখা মিলত আকাশেকে। ২০০৯ সালে ১৬ বছর বয়সে টেক্সাসে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ খেতাব জেতেন আকাশ দদলানি।
২৪ বছর বয়সে এসে আকাশ ঠিক করেন যে তিনি একজন র্যাপার হতে চান। তখনও তিনি টেনিসের সঙ্গেই যুক্ত ছিলেন। কিন্তু খুব শীঘ্রই নিজের প্ল্যান বদলে ফেলেন এই র্যাপার।