প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচের ব্যাটিংয়ে জ্বলে উঠেন রনকি

দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টসে হেরে এখন ব্যাটিং করছে চিটাগং। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগংয়ের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ১২৬ রান।

প্রথম ম্যাচে কুমিল্লার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচের ব্যাটিংয়ে জ্বলে উঠেন রনকি। মাত্র তিন ওভারে দলীয় ৫০ রান তুলে নেয় এই ডান হাতি ব্যাটসম্যান।কিন্তু তার সাথী ব্যস্ত সৌম্য তাকে সময় না দিয়েই মাত্র ৭ রান করে ফিরে যান সাজ ঘরে।

চিটাগং ভাইকিংস: মিসবাহ-উল-হক,  সৌম্য সরকার, দিলশান মুনাবিরা, সিকান্দর রাজা,  লুইস রিস, লুক রনকি, এনামুল হক, সানজামুল ইসলাম, তানবীর হায়দার খান, তাসকিন আহমেদ,  শুভাশিস রায় চৌধুরী,

রংপুর রাইডার্স : জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস আহমেদ, রবি বোপারা, থিসারা পেরেরা,  সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান,  সামিউল্লাহ শেনওয়ারি, লাসিথ মালিঙ্গা,মাশরাফি বিন মুর্তজা।