‘দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাংবাদিকরা’
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির কারণে দেশবাসী দ্রুত সঠিক সংবাদ পাচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসঙ্গতি ও ভুলক্রটিগুলোও প্রকাশ পাচ্ছে। এতে বাহিনীগুলো সংশোধন ও সঠিক কাজ করতে পারচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নতুন সংস্কার করা কার্যালয়ের শুভ উদ্বোধন ও ক্র্যাব সদস্যদের নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরো-বাংলা আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ আলম সারওয়ার।
সাংবাদিকদের অসংখ্য ভাল কাজের মধ্যে একটির উদাহরণ দিতে গিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের লেখনি ও টিভিতে সংবাদ পরিবেশনে সুন্দরবনের ২০০ জলদস্যু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছে। এ ধরণের অসংখ্য সাহসী উদ্যোগ রয়েছে সাংবাদিকদের।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের লেখনি প্রশংসার দাবিদার। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী মানবতাবাদী হিসেবে পরিচিতি পেয়েছে।
তিনি আরও বলেন কখনও কখনও অপরাধ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভুল বোঝাবুঝি তৈরি হতেই পারে। তবে সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয়পত্রের পাশাপাশি ক্র্যাবের পরিচয়পত্র থাকলে সে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে আমি বিশ্বাস করি।
সাধারণ সম্পাদক সারওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি সালেহ আকন, ডিআরইউ সাধারণ সম্পাদক মোরসালিন নোমানীসহ সিনিয়র সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
পরে সংস্কারকৃত কার্যালয় উদ্বোধন এবং ক্রাব সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।