কুড়িগ্রাম সীমান্তে গাঁজাসহ দম্পতি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে ফুলবাড়ী থানার পুলিশের একটি দল এসআই দুলাল হোসেনের নের্তৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মৃত হযরত আলীর ছেলে রবি ইসলাম (৩৭) ও তার স্ত্রী মাহামুদা বেগম (৩০)। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রবি-মাহমুদা দম্পতি গাঁজা নিয়ে শেরপুর যাওয়ার পথে পুলিশ তাদের আটক করে।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি