‘সেক্সি বার্বি গার্ল’ গানের ৩৪ সেকেন্ডের টিজারে সানি লিওন
বলিউড অভিনেত্রী সানি লিওন এবং অভিনেতা আরবাজ খান অভিনীত আসন্ন ‘তেরা ইন্তেজার’ ছবির নতুন গানের টিজার মুক্তি পেল। এই গানের কথা ‘সেক্সি বার্বি গার্ল’।
পুরো গান মুক্তি পাবে আজ মঙ্গলবার, ৭ নভেম্বর। এই ছবির ট্রেলার আগেই মুক্তি পেয়েছে। আর, দর্শকদের সেই ট্রেলার দারুন পছন্দ হয়েছে। ‘সেক্সি বার্বি গার্ল’ গানের ৩৪ সেকেন্ডের টিজারে সানি লিওনকে সেক্সি ভঙ্গিমা করতে দেখা যাচ্ছে।
এর আগে এই ছবির আরেকটি গান ‘খালি খালি দিল’ মুক্তি পেয়েছে। সেখানেও সানি লিওনের হট অবতার দর্শকদের দারুন পছন্দ হয়েছে। প্রসঙ্গত, এর আগে ‘রাগিনী এমএমএস ২’ ছবিতে সানি ‘বেবি ডল’ হয়েছিলেন। এবার ‘বার্বি গার্ল’ হলেন।রাজীব বালিয়া নির্দেশিত ছবিটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে।