সিলেট সিক্সার্সের উদ্যোগে এতিমরা মাঠে বসে উপভোগ করবে বিপিএল
অনেকটাই সাদামাটা দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিকেই চমকে দিয়েছে সিলেট সিক্সার্স। প্রথম দুই ম্যাচে দুই জয় নিয়ে আনন্দে ভাসিয়েছে সিলেটবাসীদের। এবার সেই আনন্দ ৬০০ এতিম শিশুর সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এই এতিমরা এবার মাঠে বসে উপভোগ করবেন বিপিএল। চোখের সামনে দেখতে পাবেন দেশি-বিদেশি নামিদামি সব ক্রিকেটারদের। সিলেটের বাগবাড়িস্থ সরকারি সোনামণি নিবাসে বসবাসরত ৬০০ শিশুকে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতে যাচ্ছে সিলেট সিক্সার্স। রাজশাহীর বিপক্ষে ৭ নভেম্বরের ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন এসব শিশুরা।
সোমবার সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিতের পক্ষ থেকে ম্যাচের টিকিট ও টুপি নিয়ে সোনামণি নিবাসে উপস্থিত হন সিক্সার্সের পরিচালক মান্তাসা মুহিত। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন- সিলেট সিক্সার্সের ফাইন্যান্স এডভাইজার সামিনা মুহিত, ব্রিগেডিয়ার জেনারেল মুসা, টিম ব্যবস্থাপনা সদস্য এ কে লায়েক, লাইটিং কো-অর্ডিনেটর নজির আহমদ।
মাঠের দল ঠিক রাখার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলো মাঠের বাইরেও নিচ্ছে নানা রকম মহতি উদ্যোগ। বিপিএল শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেটে কে আরও সমৃদ্ধ করতে রংপুর রাইডার্সের পক্ষ থেকে করা হয়েছিল ট্যালেন্ট হান্ট। সেখান থেকে ২০ জন তরুণকে নির্বাচন করে রংপুর রাইডার্স দলের সাথে অনুশীলনের সুযোগ দিয়েছে তারা। সেখানে এসব তরুণরা দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটারদের সাথে অনুশীলনের সুযোগ পাচ্ছেন।