শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হার বাংলাদেশের
তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র, দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের নাটকীয় জয়। এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশি যুবারা। পুরো ম্যাচজুড়ে দারুণ লড়াই করেও শেষ মুহুর্তের আত্মঘাতী গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে লাল-সবুজ জার্সিধারীদের।
সোমবার ০৬ নভেম্বর তাজিকিস্তানে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশে চেপে ধরে উজবেজিস্তান। তাদের একের পর এক আক্রমণ ফিরে যায় বাংলাদেশের রক্ষণ দেওয়ালে আঘাত পেয়ে। কাউন্টার অ্যাটাক করার কোনো সুযোগ না পাওয়া বাংলাদেশ ব্যস্ত ছিল প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই।
গোল শূন্য ড্রয়ের পথেই এগোচ্ছিল খেলা। কিন্তু অতিরিক্ত সময়ের খেলায় ভুল করে বসেন বাংলাদেশের ডিফেন্ডার আতিকুজ্জামান। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে বসেন তিনি। শেষ মুহুর্তের এই গোলেই হার নিশ্চিত হয় বাংলাদেশের। এই হারের পর ‘বি’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল উজবেকিস্তান। আগামী বুধবার গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।