রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ বিদেশিসহ ২৬ জনকে আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ বিদেশিসহ ২৬ জনকে আটক করা হয়েছে।গতকাল সোমবার রাত সাড়ে ৮টা থেকে দিবাগত রাত পর্যন্ত চালানো অভিযানে ওই ব্যক্তিদের আটক করা হয়।

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে বাইরের কারও অনুপ্রবেশ বা অবস্থান করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে রাতে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করায় এই ব্যক্তিদের আটক করা হয়। তাঁদের মধ্যে বিদেশি ওই পাঁচজনকে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশিদের মধ্যে ১০ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

জানা যায়,বিদেশিদের মধ্যে চীনের একজন এবং যুক্তরাজ্যের চারজন। বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম। তারা এনজিওকর্মীর ছদ্মবেশে ক্যাম্পে ঢুকে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন।