মুক্তি পেল সালমান অভিনীত অ্যাকশন থ্রিলার ‘টাইগরা জিন্দা হ্যায়’-এর প্রথম ট্রেলার
‘টাইগার জিন্দা হ্যায়’-এর ট্রেলারে দেখা যায় টাইগার, অর্থাৎ একজন গুপ্তচরের চরিত্রেই ফিরছেন সালমান। এতে হলিউড মানের অ্যাকশনের ঝলক দেখা গিয়েছে। ট্রেলারে তার সামান্য ইঙ্গিত দর্শকরা পেয়েছেন।
এখানে সালমান ইরাকে গিয়েছেন একটি বিশেষ মিশনে। ছবিতে একদল ভারতীয় নার্সকে বন্দি করা হয়েছে এক ডিক্টেটরের হাতে। সেই ডিক্টেটরের হাত থেকে কীভাবে নার্সদের মুক্ত করলেন টাইগার, সেটাই ছবির কাহিনী। অস্ট্রিয়ার অসাধারণ কিছু জায়গায় ছবির শ্যুট করা হয়েছে।
২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘এক থা টাইগার’ ছবিতে সালমান-ক্যাট একসঙ্গে কাজ করেছিলেন। এই ছবিতে তাঁরা ফের জুটি বেঁধে ফিরে এসেছেন পণবন্দি হওয়া সেইসমস্ত নার্সদের মুক্ত করতে। আগের ছবিতেও অসাধারণ কিছু দৃশ্যের ঝলক দেখা গিয়েছিল, এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
আলি আব্বাস জাফরের এই ছবিতে অভিনয়ের জন্যে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন ক্যাট। সত্যিকারের এজেন্টদের থেকে প্রশিক্ষণ নিয়েছেন ক্যাট। তাঁদের অভিজ্ঞতা, তাঁরা কীভাবে ভাবেন, সবকিছুই এই ছবিতে ক্যাটের চরিত্রে ফুটে উঠেছে। এই বছর ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি।