ঝরে পড়া ঠেকাতে বান্দরবানে শিশু শিক্ষার্থীদের মেধাবৃত্তি
প্রাথমিক পর্যায়েই যাতে শিক্ষার্থীরা ঝরে না পড়ে সে লক্ষ্যে বান্দরবানে ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। বান্দরবানের বিভিন্ন স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে তাদের বাছাই করা হবে। সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন এই বৃত্তি দেবে। তবে পরীক্ষার জন্য ৩০ টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের।
মঙ্গলবার (৭ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদের সদস্য ও সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোজাম্মেল হক বাহাদুর এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা এই বৃত্তি দিতে যাচ্ছি। একজন শিশু শিক্ষার্থীর জন্য প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। নানা কারণে শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ে। শিশুদের এ ঝরে পড়া থেকে রক্ষা করতেই এ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ৩০ টাকার বিনিময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছ থেকে ফরম সংগ্রহ করতে পারবে। যারা ফরম পূরণ করে জমা দেবে তাদের জন্য চলতি বছরের ডিসেম্বর মাসের বার্ষিক পরীক্ষার পরপরই এ বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথমবার মেধার ভিত্তিতে তৃতীয় শ্রেণি থেকে ২৫ জন ও চতুর্থ শ্রেণি থেকে ২৫ জন করে মোট ৫০ জনকে এ বৃত্তি দেওয়া হবে।’