কুকুরের কানেও ডোনাল্ড ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাগান্বিত মুখভঙ্গি, আলুথালু সোনালি চুল নিয়ে কত তামাশাই না হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আদলে মুরগি আকৃতির বেলুন বানিয়ে বসিয়ে দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের কাছেই।

এছাড়া তার নগ্নমূর্তিও বসানো হয়েছিল যুক্তরাষ্ট্রের রাস্তায়। ট্রাম্পের আদলে ব্যঙ্গ করে পুতুল বানানো হয়েছে চীনে। এবার ট্রাম্পের চেহারা খুঁজে পাওয়া গেলে কুকুরের কানেও! নিজের কানকে পাঠক বিশ্বাস করতে না পারলেও বিবিসির একটি প্রতিবেদন কিন্তু ছবিসহ এমন প্রমাণ হাজির করেছে। বিগল জাতের ওই কুকুরটির মালিক জেড রবিনসন (২৫)। ২ বছরের কুকুরটির নাম চিফ।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]