ব্যবসা অঙ্গনেও বেশ দাপিয়ে শাহরুখ খান
অভিনেতা হিসেবে বলিউডে রাজত্ব করে চলেছেন প্রায় তিন দশক ধরে। এমন আকাশচুম্বী তারকা খ্যাতির পাশাপাশি শাহরুখ খান কিন্তু একজন সফল ব্যবসায়ীও। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা, স্টেজ পারফরম্যান্স এবং ব্যবসা অঙ্গনেও বেশ দাপিয়ে বেড়ান শাহরুখ খান।
ব্যবসায়ী হিসেবে ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়িার লিগ বা ‘আইপিএল’-এর অন্যতম প্রধান দল ‘কলকাতা নাইট রাইডার্স’-এর মালিক তিনি।
২০০৮ সালে জুহি চাউলার সাথে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার শেয়ারে দলটি কিনলেও ২০০৯ সালে দলটির সম্পূর্ণ মালিকানা কিনে নেন শাহরুখ। এই দলের মাধ্যমে বড় বড় সাফল্যের মুখ দেখেছেন শাহরুখ। তবে কিন্তু শুধু আইপিএল নয়, সিনেমার প্রযোজক হিসেবেও শাহরুখের সফলতা পেয়েছেন।
১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ‘ড্রিমজ’ প্রডাকশানের কো প্রডিউসার হিসেবে কাজ করার পর ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ নামে স্ত্রী গৌরি খানকে নিয়ে সিনেমার একজন পূর্ণ প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন তিনি।সিনেমার প্রযোজনার পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের প্রযোজনাতেও শাহরুখ খানকে দেখা যায়। ২০১৬ সালে ফোর্বসের সর্বোচ্চ আয়ের তালিকায় বলিউড তারকাদের মধ্যে প্রথমেই থাকে শাহরুখ খানের নাম।
২০১৬ সালের হিসেব অনুযায়ী শাহরুখের বিজনেস আয়ের পরিমান ৬০০ মিলিয়ন ডলারের ও বেশি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেক সময় শাহরুখের ব্যবসায়ী খ্যাতি তাঁর তারকা খ্যাতির চেয়েও বড় হয়ে যায়। বলিউডে শাহরুখের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘আশকা’ ‘চালতে চালতে ‘ বড় বাজেটের ছবি বার বার প্রামাণ করে শাহরুখ শুধু অভিনেতাই নন, শাহরুখের ব্যবসায়িক পরিচয়টাও মন্দ নয়।