বান্দরবানে অপরাজিতার জন্য মেয়েদের উপচেপড়া ভীড়!
বান্দরবানে টেলিটকের অপরাজিতা সীম কিনতে মোবাইল বুথ গুলোতে মহিলাদের ভীড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে সীম কিনতে মহিলাদের দীর্ঘ লাইন দেখা যায়। শুরুতে তেমন সাড়া না জাগালেও ধীরে ধীরে জমে উঠছে সীম বিক্রি।
জানা গেছে ২৪ অক্টোবর থেকে বান্দরবানে শুরু হয় অপরাজিতা সীম বিক্রির কার্যক্রম। ইতোমধ্যে দুই হাজার সীম বিক্রি হয়েছে। একজন মহিলা সর্বোচ্চ দুটি সীম নিতে পারবে। প্রতিটি সীমের মূল্য ৩০ টাকা। প্রতিটি সীমের জন্য এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। সকাল থেকে বিভিন্ন বুথ ঘুরে সব বয়সী মেয়েদের ভীড় লক্ষ্য করা গেলেও যুবতী মেয়েরা বেশী কিনছে বলে জানান বিক্রেতারা।
সীম নিতে আসা পারভীন আক্তার বলেন সরকার আমাদের জন্য একটা অফার দিয়েছে এবং দামও কম তাই নিতে আসছি। এ সীমে অনেক সুবিধাও রয়েছে। অল্প টাকায় ইন্টারনেট ব্যবহার করতে পারব। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বান্দরবানের ট্রাফিক মোড়, নুয়েল প্লাজা, লুম্বিনি গার্মেন্টস ও বালাঘাটা এ ৪ টি পয়েন্টে চলছে অপরাজিতা সীম বিক্রির কার্যক্রম। আগামী তিনমাস চলবে বলে জানান বিক্রেতারা।
বান্দরবান জেলার ডিস্ট্রিবিউশন ম্যানেজার আজিজুর রহমান জানান, আমরা প্রচুর সাড়া পাচ্ছি প্রথমে একটু কম ভীড় থাকলেও এখন খুবই ভীড় হচ্ছে গত একসপ্তাহে দুই হাজারেরও বেশী সীম বিক্রি হয়েছে। এ কার্যক্রম তিনমাস পর্যন্ত চলবে। বান্দরবানের জন্য ১৫ হাজার সীম বরাদ্দ রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য সরকার মহিলাদের ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে দেশব্যাপী ২০ লাখ অপরাজিতা টেলিটক সীম বিনামূল্যে বিতরনের উদ্যোগ নিয়েছে। এসব সীমে অল্প টাকায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে মহিলারা।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি