ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধারের ৪৩ দিন পর মামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের ৪৩ দিন পর হত্যা মামলা করা হয়েছে। নিহতের ময়না তদন্ত ভিসেরা রিপোর্ট পাওয়ার পর এ হত্যা মামলা রেকর্ড করে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ গত ১৩ সেপ্টেম্বর বেলা ১২.৩০ ঘটিকার সময় উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়নের টিটা সাকিনস্থ মধুমতি নদীর টিটা খেয়াঘাটের দক্ষিন পার্শ্বে নদীর ঘাট হইতে ৫০ গজ দূরে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। ফরেনসিক বিভাগ ওই অজ্ঞাত যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে মর্মে ভিসেরা রিপোর্ট প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আলফাডাঙ্গা থানা পুলিশ বাদী হয়ে ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নং-১১।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জিল্লুর রহমান জানান, অজ্ঞাত এই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর হবে। উদ্ধারের সময় নিহতের শরীরে পচন ধরায় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত ওই যুবকের পরনে ছিল নীল রং এর হাফ হাতা গেঞ্জী এবং মৃতদেহটি ছাপার বিছানার চাদর দ্বারা প্যাচানো ছিল। তিনি বলেন, অজ্ঞাত যুবকের মৃত্যুর বিষয়টি সারাদেশের সব থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি