দৌলতপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কে বাস্তুচ্যুত করার হুমকি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে বাস্তুচ্যুত করার হুমকি দিচ্ছে এক প্রভাবশালী চক্র। ঐ প্রভাবশালী চক্রের অব্যাহত হুমকির কারণে দৌলতপুর থানায় জিডি করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ।
জানাযায়, উপজেলার হোগলবাড়িয়া ইউপির কল্যাণপুর গ্রামের ভুমিহীন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান কল্যাণপুর মৌজার ১ নং খতিয়ানের ৫৯১ দাগের ১২ শতাংশ খাস জমির উপর ২ মেয়ে ১ ছেলে ও স্ত্রী নিয়ে টিনের চালা করে কষ্টের মধ্যে দীর্ঘদিন বসবাস করে আসছেন। এবং ঐ খাস জমি বন্দোবস্ত পাবার জন্য গত ১০ সেপ্টেম্বর দৌলতপুর সহকারী কমিশনার (ভুমি) অফিসে আবেদন করেছেন। সম্প্রতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বড় করে একটি টিনের চালা করতে গেলে হোগলবাড়িয়া ইউপির স্থানীয় সদস্য হাসান মেম্বার লোকজন নিয়ে ঘর করতে বাধা দেয়। এবং ঐ জমিতে ঘর করা বা মাটি কাটলে জীবনের মত মাটি কাটা বন্ধ করে দেবার হুমকি দেয়।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মিজানুর রহমান গত ১৪ অক্টোবর দৌলতপুর থানায় একটি জিডি করেছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, আমার বাড়ি করার মত কোন জায়গা না থাকায় সরকারী খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কিন্তু এলাকার হাসান মেম্বার সহ প্রভাবশালী মহল জমিটি দখলে নেবার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আমাকে বসবাস করার মত একটি ভাল ঘর তৈরী করতেও বাধা দিচ্ছে। এখন এই বয়সে আমি ভিটেছাড়া হলে কোথায় যাব। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির বলেন, স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাহত সৈনিককে যদি নিশ্চিত বসবাসের অধিকার থেকে বঞ্চিত করা হয়। তাহলে এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে? এ বিষয়ে কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানিয়েছেন।
জহুরুল হক, কুষ্টিয়া প্রতিনিধি