ক্যারিয়ারের ৯৫তম শিরোপা জয় করলেন ফেদেরা

আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে সুইস ইন্ডোর্স টাইটেলের শিরোপা জিতে নিযেছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। একই সঙ্গে এই টুর্নামেন্টে ক্যারিয়ারের রেকর্ড অষ্টম ট্রফি ঘরে তুললেন এই সুইস তারতা।

যদিও বাসেলের ফাইনালে প্রতিপক্ষ দেল পোত্রোর সঙ্গে প্রথম সেট হেরে বসেন ফেদেরার। টাইব্রেকারে ৬-৭(৫) হারেন ফেদেরার। তবে পরের দুই সেটে দুর্দান্ত খেলে ৬-৪ ও ৬-৩ গেমে জিতে শিরোপা নিজের করে নেন রেকর্ড গ্র্যান্ড স্ল্যামের মালিক।

১৭টি গ্র্যান্ড স্ল্যামে আটকে থাকার পর চলতি বছর আরও দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা ফেদেরার। পাশাপাশি জিতেছেন আরও বহু শিরোপা। আর এবারের ট্রফি মিলিয়ে ক্যারিয়ারের ৯৫তম শিরোপা জয় করলেন ফেদেরার। তার সামনে এখন কেবল জিমি কনোরস। সবচেয়ে বেশি ১০৯টি শিরোপা জিতেছেন মার্কিন এই টেনিস তারকা।