স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই জরুরি
দেশে প্রতি ১০ মিনিটে একজন করে নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। রবিবার রাজধানীর উত্তরাস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ) প্রাঙ্গণে ‘বিশ্ব স্তন ক্যান্সার’ সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এএমসিজিএইচ-এর মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী বলেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালে ১ লাখ ৪০ হাজার নতুন ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তার মধ্যে ৪১ হাজার নারী ক্যান্সারে মারা গেছেন। স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেক মারা যায়। এ পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে,দেশের স্তন ক্যান্সারের হার দিন দিন বেড়ে চলেছে।
এএমসিজিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ ফজলে রহিমের সভাপতিত্বে সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, এএমসিজিএইচ-এর সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. আহসান শামীম ও অধ্যাপক ডা. এএমএম শরিফুল আলম, কনসালটেন্ট ডা. রওশন আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। খবর বাসস।