যমুনাতে মা ইলিশ নিধনের মহোৎসব
যমুনা নদীতে অবাধে মা ইলিশ নিধনের মহোৎসব শুরু হয়েছে। যমুনায় ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ধরা পড়ছে।
অনুসন্ধানে জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও কালিহাতী উপজেলার যমুনা নদীতে দিনে রাতে অবাধে ধরা হচ্ছে মা ইলিশ। প্রতিদিন প্রায় ৪ শতাধিক জেলে যমুনা নদী থেকে গড়ে ১৮ থেকে ২০ টন মা ইলিশ মাছ ধরছে। মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নদীতে মা ইলিশ ধরা বন্ধে ছোট খাটো কিছু পদক্ষেপ গ্রহণ করলেও তা কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারছে না। রাতে ও দিনে জেলেরা যমুনা নদীতে অবাদে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। প্রতিদিন গড়ে টাঙ্গাইল সদর, ভূঞাপুর ও কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু এলাকার যমুনা থেকে প্রায় ২০ থেকে ২৫ টন মা ইলিশ ধরা হচ্ছে। জেলেরা অভিযোগ করেন নদীতে ইলিশ মাছ ধরতে নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের টাকা ও মাছ দিতে হয়।
পরবর্তীতে ইলিশগুলো নিয়ে জেলেরা কয়েকটি পয়েন্টে একত্রীত হয়ে সাধারণ মানুষ ও মাছ ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ইলিশ বিক্রি করছে মাত্র দুইশ থেকে তিনশ টাকা দরে। কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু সংলগ্ন গোরিলাবাড়ি, বেলটিয়ার মুকতলা নামকস্থানে হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব ইলিশ। আর প্রতিদিন ভোররাতে এসব জায়গায় ক্রেতারাও ভিড় করেন মাছ কিনতে।