মাইক্রোসফটের ও লিডসের চুক্তি
গতকাল মাইক্রোসফট কার্যালয়ে নিজেদের সলিউশন সেবা প্রদর্শনও করেছে লিডস করপোরেশন। এ সেবা কাজে লাগিয়ে দূর থেকেই যেকোনো শিল্প স্থাপনার বিভিন্ন ডিভাইস ও প্লান্ট পর্যবেক্ষণ করা সম্ভব।
লিডস করপোরেশনের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে মাইক্রোসফট বাংলাদেশ। মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ‘আজুর’-এর সাহায্যে লিডস করপোরেশনের তৈরি ইন্টারনেট অব থিংস (আইওটি) সলিউশন সেবা নিয়ে এ চুক্তি করা হয়।উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং লিডস করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।