বিশেষ অভিযানে আল্লাহ ও রাসুলকে অবমাননাকারী শ্যামল চন্দ্র গ্রেফতার
আল্লাহ ও নবী রাসুলকে অবমাননা করে, পবিএ কাবা শরীফের বাজে ছবি,র ষ্টাটার্স শেয়ার করায় শ্যামল চন্দ্র গ্রেফতার।
লালমনিরহাট জেলার কালীগন্জ উপজেলার কাকিনা দুল্লারহাট গ্রামের চিওরন্জন রায়ের পুএ ও কাকীনা উওর বাংলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাএ শ্যামল চন্দ্র রায় কে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ, পুলিশের অক্লান্ত পরিশ্রমে ও ডিবি পুলিশের সহযোগীতায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেগারাম থেকে আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় গ্রেফতার করে পুলিশ।
এ দিকে নাস্তিক শ্যামলের বিচারের দাবীতে দুল্লার হাট গ্রামে জুম্মার নামাজের পড়ে মুসুল্লিরা বিক্ষোভ করে তারা নাস্তিক শ্যামলের ফাসিঁ চায়।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]