কমেছে পুঁজিবাজারের সূচক ও লেনদেন

পুঁজিবাজারের সূচক ও লেনদেন কমছেই। হঠাৎ করেই লেনদেন নেমেছে ৫০০ কোটি টাকার ঘরে।

টানা কয়েক দিন পুঁজিবাজারের সূচক ও লেনদেন কমছেই। পুঁজিবাজারে ব্যাংক খাতের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমছে। অন্য খাতের শেয়ারের দাম বাড়লেও নেতিবাচক প্রবণতায় রয়েছে বাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা। আর সূচক কমেছে ৬ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৬৮ লাখ টাকা। আর সূচক বেড়েছিল ১৭ পয়েন্ট।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]