সিগারেট রাখা ও বিক্রির দায়ে কারাদণ্ড
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে চার দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে অবৈধ সিগারেট রাখা ও বিক্রির দায়ে। স্থানীয় সময় সোমবার কুয়ালালামপুরের একটি হাইকোর্ট এই আদেশ দেন।
একই সঙ্গে ছয় হাজার মালয়েশিয়ান রিংগিত (এক লাখ ২০ হাজার) জরিমানা করা হয়েছে। অভিযুক্ত বাংলাদেশি তার দোষ স্বীকার করে নিলে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট জোহাইর রোজলি দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি মোহাম্মদ আলম মিয়াজী (৩৯) সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস অ্যাক্ট ১৯৬৭’র ১৩৫ (১) (ডি) অনুচ্ছেদ এর আওতায় মোহাম্মদ আলমকে অভিযুক্ত করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকালে ডাং ওয়াঙ্গির জালান সিলাংয়ে তার কাছ থেকে ‘জন কিং’ ব্র্যান্ডের ৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়।