নেইমারের পথ থেকে সরে যাচ্ছেন ‘কাভানি কাঁটা’

পেনাল্টি নিয়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) দুই তারকা ফুটবলার নেইমার ও এডিনসন কাভানির দ্বন্দ্ব বড়সড় একটা নাড়া দিয়ে যায় ইউরোপীয় ফুটবলে। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় নানান গুঞ্জন। যার প্রভাব পড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ড্রেসিংরুমেও। যদিও অনেক নাটকীয়তার পর কোচ উনাই এমেরি ও মালিক নাসের আল খেলাইফির হস্তক্ষেপে সমাধান হয়েছে নেইমার-কাভানি দ্বন্দ্বের।

এরপর বেশ কয়েকদিন আলোচনায় ছিলেন না তারা। ফুটবল বোদ্ধাদের ধারণা ছিল, সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু ফরাসি গণমাধ্যমে খবর ছিল, ভেতরে ভেতরে ঠিকই আগুণ জ্বলছে এই দুই তারকার মাঝে। এবার সেই বিতর্ক নতুন করে উস্কে দিল স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন। পত্রিকাটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নেইমারের সঙ্গে দ্বন্দ্বের জেরে ক্লাব থেকে নিজেই সরে দাঁড়াচ্ছেন কাভানি!

এরই মধ্যে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব রিয়াল মাদ্রিদ, চেলসি, এভারটনের সঙ্গে আলোচনা করেছেন কাভানি। কিন্তু ক্লাবগুলোর খেলোয়াড় কেনার কোটা আগেই পূরণ হয়ে গেছে। শেষ পর্যন্ত পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির ঘরে ঢুঁ মারেন কাভানি। ডন ব্যালন জানিয়েছে, ইতিহাদের দলটি কাভানিকে সবুজ সংকেত দিয়েছে। এমনকি প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছে কাভানি-সিটি।

ব্রিটিশ গণমাধ্যমেও এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এর সাথে স্প্যানিশ সংবাদমাধ্যমের কথা মিলে গেলে শীতকালীন দলবদলেই ম্যানচেস্টার সিটিতে ভিড়ছেন কাভানি। সেটা হলে আগামী জানুয়ারিতেই নেইমারের পথ থেকে সরে যাবে ‘কাভানি কাঁটা’।