জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের লক্ষ্য ২৩০ রান
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল এবং সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দল। আবু হায়দার রনি এবং শুভাশিষ রায়দের বোলিং তোপে ২২৯ রানেই গুটিয়ে গেছে সফরকারী আইরিশরা।
কক্সবাজারের শেখ আবু নাসের স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে বিপাকেই পড়ে আইরিশরা। স্কোরকার্ডে মাত্র ১৪ রান যোগ করতেই আয়ারল্যান্ড হারায় চার উইকেট। তবুও আইরিশদের অল আউট করতে ইনিংসের শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ দলকে।
ইনিংসের তৃতীয় ওভারেই আয়ারল্যান্ড শিবিরে আঘাত হানেন শুভাশিষ। তার বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ধরা পড়েন ওপেনার জ্যাক টেকটর। পরের ওভারের প্রথম বলে রনির শিকারে পরিণত হন আরেক ওপেনার জেমস শ্যানন।
একই ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন অধিনায়ক জন অ্যান্ডারসনও। ইনিংসের পঞ্চম ওভারে চারদিনের ম্যাচে সেঞ্চুরি করা সিমি সিং পেসার শুভাশিষের দ্বিতীয় শিকারে পরিণত হলে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে আয়ারল্যান্ড ‘এ’ দল।
তবে সেখান থেকে দলের হাল ধরেন শিন টেরি ও লরকান টাকার। পঞ্চম উইকেট জুটিতে টেরি-টাকার যোগ করেন ৮৩ রান। এই জুটি ফিরে গেলেও লোয়ার অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় ২২৯ রানের সংগ্রহ দাড় করায় আইরিশরা।
আয়ারল্যান্ডের পক্ষে তিন নম্বরে নামা শিন টেরি সর্বোচ্চ ৬৫ রান করেন। এছাড়া ম্যাকব্রাইন ৩৯, ম্যাকার্থি ৩৭ ও টাকার ২৭ রান করেন। বাংলাদেশের হয়ে শুভাশিষ, আবু হায়দার, তানবীর হায়দার ও আবুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন।