আফগানিস্তানে তালেবান হামলা: নিহত ৬১, আহত ১৬০

আজ মঙ্গলবার আফগানিস্তান জুড়ে চালানো সিরিজ হামলায় পুলিশ প্রধানসহ ৬১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে। আহত হয়েছেন ১৬০ জন। দেশটিতে সাম্প্রতিক সময়ে এটিই সবচাইতে বড় সিরিজ হামলার ঘটনা।

দেশটিতে সবচাইতে ভয়াবহ হামলাটি হয়েছে পাকতিয়া প্রদেশের পুলিশ ট্রেনিং সেন্টারে। আজ সকালে প্রদেশের গার্দিজ এলাকায় পুলিশের সদর দপ্তর সংলগ্ন ওই ট্রেনিং সেন্টারে আত্মঘাতী বোমা এবং বন্দুক হামলা চালায় জঙ্গি গোষ্ঠী তালেবান। ওই হামলায় প্রাদেশিক পুলিশ প্রধানসহ নিহত হয়েছেন ৩৩ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের মধ্যে ১৫ পুলিশ, ১৩ বেসামরিক নাগরিক এবং পাঁচ হামলাকারী রয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও জঙ্গিদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

এছাড়া জঙ্গিরা পাকতিয়া প্রদেশের গজনি এলাকায় প্রাদেশিক গভর্নরের দপ্তরেও গাড়িবোমা হামলা চালিয়েছে। ওই হামলাতেও ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।