লাঠি-শোটা বের করতেছিলো আমাকে মারার জন্য: সৌমিক

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সৌমিক আহমেদকে উত্তরার ‘স্ক্রিপ্ট হাউস’ নামের একটি শুটিং হাউজে মারধরের অভিযোগ পাওয়া গেছে। হাউজের ম্যানেজার আলাউদ্দিন ও কর্মীরা তার গায়ে হাতে তুলেছে বলে জানিয়েছেন সৌমিক।

সৌমিক জানান, ‘আমি একটি শুটিংয়ে আর্টিস্ট হিসেবে গিয়েছি এবং শুটিং প্যাক আপের পর শুটিংয়ের গাড়িতে ফেরার জন্য বসে ছিলাম। তখন দেখলাম শুটিং হাউজের ম্যানেজার গেট লাগিয়ে দিয়েছেন এবং টেকনিশিয়ানদের গাড়ি আটকে রেখে রীতিমত মাস্তানি করতেছে। তাদের দাবি, তাদেরকে একদিনের পেমেন্ট এক্সট্রা দিতে হবে। যেটা কিনা পুরোপুরি অন্যায়। আমি টেকনিশিয়ানদের হেল্প করার জন্য হাউজের ম্যানেজারের সাথে কথা বলতে যাই।

কথা বলার জন্য ভদ্রভাবে নিজের পরিচয় দিলে সে আমার সাথে যাচ্ছেতাই ব্যবহার করে এবং টেকনিশিয়ানদের গাড়িতে বাড়ি মারে এবং একপর্যায়ে তারা আমার গায়ে হাত তুলে। লাঠি-শোটা বের করতেছিলো আমাকে মারার জন্য, তখন টেকনিশিয়ানরা আমাকে বের করে এনেছে।’

তিনি আরো জানান, ‘কোনো অভিনয় শিল্পী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে ওই শুটিং হাউজটির এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাই। যাতে আর কোনো অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের বিপদে না পড়তে হয়, অপমানের শিকার না হতে হয়।’