পুল থেকে হাঙর উদ্ধার, অতঃপর! (ভিডিও সহ)
সমুদ্রের পাশে পুল থাকলে কে না সাঁতার কাটতে চায়। কিন্তু গভীর সমুদ্রের ভয়ঙ্কর হাঙর মাছ যদি সেই পুলে থাকে তাহলে। ভয় পাবার কিছু নেই মাছটি হাঙর তবে সেটি একটি হাঙরের বাচ্চা।
জানা গেছে, অষ্ট্রেলিয়ার সিডনি শহরে সমুদ্রের পাশেই ওক পার্ক রক পুল নামে একটি পুল রয়েছে। যেখানে মেলিসা নামে একজন নারী সাঁতার কাটতে নেমে একটি হাঙরের বাচ্চা দেখতে পায়। পরে সেই হাঙরের বাচ্চাটিকে ওই নারী উদ্ধার করে সমুদ্রে ছুড়ে মারেন। বাচ্চা হাঙরটির পুল থেকে উদ্ধার করার সেই দৃশ্য এখন ভাইরাল।
মেলিসা হাঙরের বাচ্চাটিকে পুলে দেখতে পান। সে একটুও ঘাবড়ান না বরং কীভাবে সেটাকে উদ্ধার করে সমুদ্রে পাঠানো যায় সে চিন্তা করতে থাকেন। ভিডিওতে দেখা যায় পুলের মধ্যে আটকে পরা সেই হাঙরের বাচ্চার দিকে মেলিসা আস্তে আস্তে সাঁতার কেটে সামনে যান। এবং হাঙরের বাচ্চাটিকে সে আলতো ভাবে ধরে পুল থেকে তুলে সমুদ্রে ছেড়ে দেন।