প্রতিদিনই বাড়ছে কাঁচা মরিচের ঝাঁল

গত ১৫ দিন ধরেই প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২০০ টাকা। প্রতিনিয়তই বাড়ছে কাঁচা মরিচের ঝাঁল।

চট্টগ্রামের কাঁচা বাজারে চলছে কাঁচা মরিচের দাপট। গত দুই সপ্তাহ ধরেই চলছে এ দাপট। চট্টগ্রাম নগরের প্রধান কাঁচা বাজার কাজীর দেউড়ি, বহদ্দারহাট, বক্সির হাট ও চকবাজারের কাঁচাবাজার ঘুরে এই দাম দেখা যায়। জানা যায়, কাঁচা মরিচের দামের বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সবজির দামও। গত এক সপ্তাহ ধরেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় সবজির দাম। সবজির ক্রয় করেই হাপিয়ে উঠছেন ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা। কাঁচা মরিচ এখন ভিআইপি সবজি হয়ে গেছে। মৌসুম না হওয়ায় বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দাম বাড়ছে বলেই দাবি করেন তারা।  কাঁচা মরিচ বিক্রেতারা   বলেন, ‘বিভিন্ন জেলা থেকে কাঁচা মরিচ না আসায় বর্তমানে দাম একটু বাড়ছে। বর্তমানে প্রয়োজনের তুলনায়ন সরবরাহ কম। তবে আগামী কয়েকদিন পর কাঁচা মরিচের দাম কমবে।’

অবশ্য এমন চিত্র যে শুধু  চট্টগ্রামের বাজারে তা নয় রাজধানীসহ সারাদেশেই শাক-সবজির আকাশ ছোঁয়া মূল্য।