হেডফোন অ্যাডাপ্টারের নতুন মূল্য নির্ধারণ করল গুগল
প্রতিষ্ঠানটি ২০ ডলার মূল্যের ইউএসবি টাইপ সি থেকে ৩.৫ এমএম অডিও জ্যাকের অ্যাডাপ্টার উন্মোচন করে। তবে সুখবর হল গুগল হেডফোন অ্যাডাপ্টারটির মূল্য কমিয়ে ৯ ডলার নির্ধারণ করেছে।
এই অ্যাডাপ্টারটি পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএল ডিভাইসে কাজ করবে। ফলে যে সকল পিক্সেল ২ ব্যবহারকারীদের ৩.৫ এমএম হেডফোন রয়েছে তাদের আলাদা ইউএসবি টাইপ সি পোর্টের হেডফোন কিনতে হবে না।গত বছর হেডফোন জ্যাক সরিয়ে দেওয়ার কারণে অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করেছিলো ইন্টারনেট জায়ান্ট গুগল। কিন্তু এবার গুগল নিজেই ৩.৫ এমএম হেডফোন যুক্ত করেছে পিক্সেল ২ ডিভাইসে। এতে অনেক গুগল ভক্তই বেশ অবাক হয়েছেন।
এছাড়া হেডফোন অ্যাডাপ্টারটি মূল্য ২০ ডলার হওয়ার কারণে সমালোচনারও শিকার হয় গুগল। তাই ব্যবহারকারীরা যেন কম টাকায় পিক্সেল ফোনে ৩.৫ এমএম হেডফোন জ্যাক ব্যবহার করতে পারেন সেজন্য দাম কমিয়েছে গুগল।