রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ

র্ধশতাধিক রোহিঙ্গাকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে যশোর জেলার পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্ত দিয়ে। অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

জানা গেছে, যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের ওপারে ইছামতী নদীর তীরে রোহিঙ্গাদের জড়ো করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে কোন সময় তাদের বাংলাদেশে পাঠাতে পারে।  এদিকে বিএসএফ যাতে জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে না পারে সেজন্য সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

পুটখালী ক্যাম্পের বিজিবির কমান্ডার তারিকুল হাকিম জানান, ভারতের আংরাইল সীমান্তে ইছামতি নদীর তীরে অর্ধশতাধিক রোহিঙ্গাকে একত্রিত করা হয়েছে। তাদের মারধর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। রোহিঙ্গাদের যাতে বাংলাদেশে পাঠাতে না পারে সেজন্য পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা ইছামতি নদীর তীরে সতর্ক অবস্থায় রয়েছে