নিউইয়র্কের ম্যানহাটন চলচ্চিত্র উৎসবে শশীর ‘গহীনের জলছাপ’
নিউইয়র্কের ম্যানহাটন চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে দর্শকপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশীর ছবি ‘গহীনের জলছাপ’। ‘ফেয়ার এন লাভলী মেন চ্যানেল আই হিরো’ খ্যাত জীবন রায়ের ‘গহীনের জলছাপ’ ভালোবাসার টানা-পোড়নের গল্পে নির্মিত হয়েছে অভিন্ন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘বেঙ্গল স্টুডিও ইংক’র প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সাদিয়া আফরিন (চন্দ্র বিন্দু)। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে জুটি বেঁধে ছিলেন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের অভিনেত্রী শারমিন জোহা শশী এবং ফেয়ার এন লাভলী ম্যান চ্যানেল আই হিরো জীবন রায়।
এ প্রসঙ্গে শশী বলেন, বেশ পরিশ্রম করেই স্বল্প দৈঘ্যের চলচ্চিত্রটিতে অভিনয় করেছি। আন্ত্মর্জাতিক অঙ্গনে চলচ্চিত্রটি প্রর্দশিত হবে। ছবিটি সবার ভালো লাগলেই পরিশ্রম সার্থক।
অভিনতা জীবন বলেন, এটা আমার জন্য দারুণ খুশির খবর যে ‘গহীনের ছাপ’ নিউইয়র্কে ম্যানহাটান চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। এই কাজটার প্রতি আমার আলাদা একটা দরদ ছিল সবসময়। আমি চ্যানেল আই হিরো প্রতিযোগীতা থেকে বের হওয়ার পরই এই কাজটি করেছিলাম। অন্যরকম একটা ভালোবাসা ছিল কাজটির প্রতি। আমার প্রথম কাজ সুদূর মার্কিন মুলুকের একটি প্রতিযোগীতায় ঠাঁই পেয়েছে, এটা সত্যিই আনন্দের। আশা করছি সেখান থেকে এর জন্য একটি ভালো খবর পাবো।
জীবন-শশী জুটির এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের জন্য মনোনীত হয়েছে। আগামী ২০ই অক্টোবর ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ম্যানহাটান ‘ নিউইয়র্কে ‘গহীনের ছাপ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের কয়েকজন সেখানে উপস্হিত থাকবেন বলে জানা যায়।