টাটা টেলিসার্ভিসেসের মোবাইল ব্যবসা কিনছে ভারতী এয়ারটেল
ভারতী এয়ারটেল ভারতীয় বহুজাতিক কোম্পানি টাটা গ্রুপের টেলিকম ব্যবসা বিভাগ টাটা টেলিসার্ভিসেসের কনজিউমার মোবাইল ব্যবসা কিনছে। এরই মধ্যে ভারতী এয়ারটেল টাটা টেলিসার্ভিসেস লিমিটেডের (টিটিএসএল) কনজিউমার মোবাইল ব্যবসা এবং টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেডের (টিটিএমএল) কার্যক্রম নিজেদের ব্যবসার সঙ্গে একীভূত করতে আলোচনায় বসেছে। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
গ্রাহক সংখ্যা বিবেচনায় ভারতের সবচেয়ে বড় সেলফোন অপারেটর কোম্পানি ভারতী এয়ারটেল। টাটা টেলিসার্ভিসেসের কনজিউমার মোবাইল ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে এর গ্রাহক সংখ্যা আরো একধাপ বাড়াবে। তবে এ অধিগ্রহণের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে ভারতী এয়াটেলকে। এ অধিগ্রহণের আর্থিক লেনদেন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
টাটা গ্রুপের পক্ষ থেকে গত সেপ্টেম্বরে টাটা টেলিসার্ভিসেসের কার্যক্রম বন্ধের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ তাদের মোবাইল সার্ভিস ব্যবসা বিভাগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত মূল্যায়ন করছেন। টেলিকম বিভাগ বন্ধের উপায় খোঁজা হচ্ছে। এছাড়া গ্রুপটি এর আগে তাদের টেলিকম ব্যবসা বিভাগ বিক্রি করতে চেয়ে ব্যর্থ হয়েছে। ধারাবাহিক লোকসান এবং বড় অংকের ঋণের কারণে বিভাগটির ক্রেতা পাচ্ছিল না প্রতিষ্ঠানটি।
বর্তমানে টাটা টেলিসার্ভিসেস এবং এর সহযোগী ইউনিট টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেডের গ্রাহক চার কোটির কিছু বেশি দাঁড়িয়েছে। ভারতের টেলিকম বাজারে এ প্রতিষ্ঠানের অবস্থান দাঁড়িয়েছে ৯ নম্বরে। জুলাই শেষে টাটা টেলিসার্ভিসেসের মোবাইল সাবস্ক্রিপশন সংখ্যা দাঁড়িয়েছে ১২০ কোটিতে।
রিলায়েন্স জিও ইনফোকমের প্রবেশ ভারতের টেলিযোগাযোগ খাতে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি করেছে। বাজারটিতে ব্যবসা কার্যক্রম পরিচালনা এবং প্রতিযোগিতায় টিকে থাকতে টেলিকম খাতের একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে কার্যক্রম একীভূত করার ঘোষণা দিয়েছে। ব্যবসা একীভূত করার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা জোরদার এবং ঋণের বোঝা কমাতে চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো।
বিবৃতিতে জানানো হয়, টাটা টেলিসার্ভিসেসের কনজিউমার মোবাইল ব্যবসা কিনতে ডেট অ্যান্ড ক্যাশ ফ্রি শর্তাবলি অনুসরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ভারতী এয়ারটেল টাটার দখলে থাকা অপরিশোধিত স্পেকট্রামের ক্ষুদ্র একটি অংশের দায়িত্ব নেবে। চুক্তির আওতায় টাটা টেলিসার্ভিসেসের ১৯টি অঞ্চলের গ্রাহক ভারতী এয়ারটেলের সেবার সঙ্গে যুক্ত হবে। এছাড়া দুই প্রতিষ্ঠানেরই কার্যক্রম রয়েছে, এমন অঞ্চলগুলোতে ব্যবসা সম্প্রসারণে টাটা এবং ভারতী এয়ারটেল পারস্পরিক সহযোগিতা বজায় রাখবে।
টাটা টেলিসার্ভিসেস গত কয়েক বছরে বেশকিছু চুক্তি সম্পন্ন করেছে। টেলিকম খাতের এসব চুক্তির কোনোটাই ব্যবসার দিক থেকে সফল হয়নি। রিলায়েন্স জিও ইনফোকমের সঙ্গেও ব্যবসা একীভূতকরণ বিষয়ে আলোচনায় বসেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু ভারতের টেলিকম খাতের নতুন প্রতিদ্বন্দ্বী জিওর সঙ্গে আলোচনা কোন পর্যায়ে পৌঁছেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জিওর সঙ্গে কার্যক্রম একীভূতকরণে ব্যর্থ হলে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি বিএসএনএলের সঙ্গেও একীভূত হওয়ার বিষয় বিবেচনা করার কথা জানানো হয়েছিল। তবে পরবর্তীতে এ বিষয়ে নতুন কোনো উদ্যোগ দেখা যায়নি।
টাটা টেলিসার্ভিসেসের ২৬ শতাংশের মালিকানায় রয়েছে জাপানভিত্তিক অংশীদার ডোকোমো। প্রতিষ্ঠানটি এ অংশীদারিত্ব ছেড়ে দিতে চায়। এ কারণে টাটা টেলিসার্ভিসেস এর আগে স্থানীয় নতুন অংশীদারের খোঁজ করছিল।
বিশ্লেষকদের তথ্যমতে, ভারতী এয়ারটেল এর আগে লোকসানে থাকা টাটা টেলিসার্ভিসেসের ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে টাটা গ্রুপের সঙ্গে চুক্তিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। এরই অংশ হিসেবে টাটা টেলিসার্ভিসেসের কনজিউমার মোবাইল ব্যবসা কিনছে প্রতিষ্ঠানটি, যা ক্রমবর্ধমান স্থানীয় টেলিকম খাতে কার্যক্রম জোরদারে সহায়তা করবে। টাটা গ্রুপের টেলিকম ব্যবসা বিভাগ টাটা টেলিসার্ভিসেসের কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৬ সালে।