চেলসিকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ প্যালেসের
টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। বিশ্বকাপ বাছাই পর্বের জমজমাট লড়াইয়ের বিরতির পর নিজেদের প্রথম মাচেই দুর্বল ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরে গেছে দলটি।
নিজেদের মাঠে ম্যাচের একাদশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। ডেভিড লুইজ বল বিপদমুক্ত করতে গেলে তা কাবায়ের গায়ে লেগে চেলসির আরেক ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার গায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকে যায়। তবে ম্যাচের ১৮ মিনিটে সমতায় ফেরে চেলসি। সেস ফাব্রেগাসের কর্নারে হেডে সমতা ফেরান ফরাসি মিডফিল্ডার বাকাইয়োকো।
বিরতির ঠিক আগে আবারও এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। মামাদু সাকোর বাড়ানো বলে বল জালে জড়ান জাহা। দ্বিতীয়ার্ধে আর সমতায় ফেরাতে পারেনি আন্তোনিও কোন্তের দল। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেল প্যালেস।
এদিকে দিনের অপর ম্যাচে স্টোক সিটিকে ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।