‘আমাদের দেশে কিছু রাজনীতিবিদ রাজধানীর গণপরিবহনের মতো’
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে তিনি বলেছেন,‘আমাদের দেশে কিছু রাজনীতিবিদ আছেন, যারা রাজধানীর গণপরিবহনের মতো। গাড়িতে যেমন সিটিং লিখে চিটিং করে, তেমনি তারাও একই ধরনের কাজ করে চলছেন। এমন নেতা সব দলেই রয়েছে। তাদের পরিহার করতে হবে।’
তিনি আরও বলেন, রাজনীতিতে ফরমালিন ঢুকেছে। কিছু কিছু নেতা বেপরোয়াভাবে চলছে। তাই এসব নেতাদের পরিহার করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধান বিচারপতি ছুটি চেয়েছেন, ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার সময়ে যেটি দিয়েছেন, এটাও লিখিত বিষয়।’
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রাইভেট কোচিং করিয়ে পড়ালেখার মান নষ্ট করবেন না। পরীক্ষার্থী তৈরি নয়,সবাইকে শিক্ষার্থী বানানোর চেষ্টা করুন।’