এবার নারী নয়, নগ্ন হলো পুরুষ মডেল!

অনেক যুগ আগে থেকেই যেকোন বিজ্ঞাপনে দর্শক টানার জন্য নারীদের মডেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঝামেলা কম হয়নি এই নিয়ে। নারীবাদী ও বৈষম্যবাদীরা একের পর এক আন্দোলন করে পরিস্থিতি পাল্টাতে পারেনি। কিন্তু একটি বিজ্ঞাপনী সংস্থা পুরো ব্যাপারটিকেই যেন উল্টে দিলো। এবার বিজ্ঞাপনে নারী নয়, নগ্ন হলো পুরুষ মডেল!

সুইস স্টুডিও নামে এক পোশাক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপন এটি। মেয়েদের জন্য স্যুট তৈরি করে এই সংস্থা। তাদেরই এই অভিনব বিজ্ঞাপনে এখন ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এই বিজ্ঞাপনে স্যুট পরিহিতা নারীদের পিছনে নগ্ন করা হয়েছে পুরুষদেরকে। তাদের পরিচিতি অবশ্য ফাঁস করা হয়নি। তবে পরিকল্পিতভাবে পণ্য করে তোলা হয়েছে নগ্ন পুরুষ শরীরকেই।

এদিকে বিজ্ঞাপনের ভাষার মোড়ই যেন ঘুরিয়ে দিয়েছে এই সংস্থার বিজ্ঞাপন। যৌনতাকেই পণ্য করে তোলা হয়েছে, তবে এখানে বেছে নেওয়া হয়েছে পুরুষ শরীরকে। গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে কোনও পুরুষেরই মুখ দেখানো হয়নি। অর্থাৎ পরিচিতি এখানে জরুরি নয়। শুধু পণ্য করা হয়েছে তাদের নগ্ন শরীরকে। বিজ্ঞাপনের দুনিয়ায় তো বটেই, নেটদুনিয়াতেও এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।