‘আইওএস ১১’ তে নতুন আপডেট আনলো টেক জায়ান্ট অ্যাপল

আইওএস ১১ উন্মোচনের পরেই বাগের কারণে আইফোন ব‍্যবহারকারীরা বিভিন্ন সমস‍্যা নিয়ে অভিযোগ করতে শুরু করেন।এই বাগ কাটিয়ে আইওএস ১১’তে তৃতীয় বারের মতো নতুন আপডেট আনলো প্রতিষ্ঠানটি।

ওএসটি আইওএস ১১.০৩ নামে নতুন আপডেটে পূর্বের বাগগুলো ফিক্সড করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। নতুন সংস্করণে অডিও ও হ্যাপ্টিক প্রতিক্রিয়া মোটর জনিত সমস‍্যাটির সমাধান করা হয়েছে। আইওএস ১১.০.২ সংস্করণ ইন্সটলের পরে অনেক আইফোন ৬ এস ব‍্যবহারকারীদের অভিযোগ ছিলো এর টাচ মাঝে মাঝে কাজ করে না। নতুন আপডেটে এই বাগ ফিক্স করা হয়েছে। এছাড়া এতে আইফোনে কথা বলার পরে এয়ারপিসে নয়েজের বিষয়টির সমাধান হয়েছে। এছাড়া নতুন কিছু ইমোজি যুক্ত করা হয়েছে এতে।

উল্লেখ‍্য, আইফোন বাজারে ছাড়ার দুই সপ্তাহের মধ‍্যেই অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ উঠে। জাপান ও তাইওয়ানে আইফোন ৮ প্লাস চার্জে দেওয়া অবস্থায় বিস্ফোরণ ঘটার অভিযোগও এসেছে। আরেকটি অভিযোগ ছিলো, আইফোন ৮ ও ৮ প্লাসে এক ধরনের নয়েজ হচ্ছে। অ্যাপল দুটি অভিযোগই আমলে নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় দ্রুতই আইওএস ১১ এর হালনাগাদ সংস্করণ উন্মোচন করা হয়েছে।

আইওএস ১১.০.৩ সংস্করণটির সাইট ২৮৫ মেগাবাইট। ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে তা ইন্সটল করে নেওয়া যাবে।