স্কাইপেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা চালু

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের স্কাইপ ব্যবহারকারীরা এ সুযোগ পেলেও পর্যায়ক্রমে অন্যান্য দেশে চালু হবে। মাইক্রোসফটের পাশাপাশি অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের স্কাইপ সংস্করণেও এ সেবা পাওয়া যাবে।

এবার স্কাইপেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা কর্টানা চালু করেছে মাইক্রোসফট। এর আগে কেবল মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমে এ সেবাটি উন্মুক্ত ছিল। সাধারণত ব্যবহারকারীরা আঙুলের টোকায় ডিভাইসে বিভিন্ন নির্দেশনা দেন। কর্টানা থাকলে মুখে শুধু দরকারি কমান্ডের নাম নিলেই চালু হয়ে যাবে। স্কাইপ চালু অবস্থায় ভয়েস কমান্ড দিয়ে কথোপকথন চালু-বন্ধের পাশাপাশি বার্তাও পাঠানো যাবে।

প্রায় দেড় বছর আগে স্কাইপে কর্টানা চালুর ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। এরই মধ্যে গুগল ও ফেইসবুকসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের বিভিন্ন সেবায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা চালু করেছে।