বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন ‘জেড১০’
ফুল ভিশন ডিসপ্লে বর্তমান সময়ের স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় একটি প্রযুক্তি। তাই স্মার্টফোন নির্মাতারা এখন ফুল ভিশন ডিসপ্লে এর দিকে ঝুঁকছেন। যদিও খুব বেশি কোম্পানি এখনো এই ধরণের স্মার্টফোন বাজারে আনেনি। ফুল ভিশন ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনল সিম্ফনি।
ফুল ভিশন ডিসপ্লের স্মার্টফোন ‘জেড১০’ বাজারে এনেছে সিম্ফনি। অ্যানড্রয়েড ন্যুগাট (৭.১.২) চালিত ৫.৭ ইঞ্চি এইচডি আইপিএস পর্দার সেটটিতে আছে স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াড কোর ১.৪ গিগাহার্জ প্রসেসর। ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মেমোরী কার্ড এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। প্রতিষ্ঠানটির দাবি, সেটটি দিয়ে অনায়াসে উচ্চক্ষমতার গেইমগুলো খেলা যাবে। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি বেশ কিছু সুবিধা আছে সেটটিতে।
স্মার্টফোনটির মূল্য ১৫ হাজার ৯’শ ৯০ টাকা।