বাজারে পিএনওয়াই ব্রান্ডের নতুন সলিড স্টেট ড্রাইভ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে পিএনওয়াই ব্রান্ডের সিএস২০৩০ এম.২ মডেলের সলিড স্টেট ড্রাইভ।

পিএনওয়াই ব্র্যান্ডের সিএস২০৩০ এম২ মডেলের সলিড স্টেট ড্রাইভ এনেছে স্মার্ট টেকনোলজিস। পরবর্তী প্রজন্মের এনভিএমই প্রটোকল সুবিধার ২৪০ গিগাবাইটের ড্রাইভটি সেকেন্ডে ২৭৫০ মেগাবাইট ডাটা পড়তে ও ১৫০০ মেগাবাইট ডাটা লিখতে পারে। যারা কম্পিউটারে এক্সট্রিম পারফর্মেন্স প্রত্যাশা করেন তাদের জন্য আল্ট্রা লো পাওয়ার কনজাম্পশন করা এই এসএসডি অত্যন্ত কার্যকর হবে।

৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১২ হাজার ৫০০ টাকা।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]