বাজারে ওয়্যারলেস ট্রাই মোডের নতুন মাউস

ওয়্যারলেস ট্রাই মোডের নতুন একটা মাউস বাজারে নিয়ে এলো রাপু। রাপু ব্র্যান্ডের এমটি ৭৫০ মডেলের নতুন ওয়্যারলেস মাউস এনেছে গ্লোবাল ব্র্যান্ড।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মাউসটিতে তিনটি মোড ব্যবহার করা হয়েছে। এগুলো হলো- ওয়্যারলেস ২.৪ জি, ব্লুটুথ ৩.০ ও ব্লুটুথ ৪.০। এগুলোর মাধ্যমে যে কেউ একই সাথে তিনটি ডিভাইসে কাজ করতে পারবেন। এতে আরও আছে লেজার সেন্সর ও ৯ টি বোতামের শক্তিশালী ফাংশন। এতে আরও রয়েছে ১০ মিটার ওয়্যারলেস রেঞ্জ এবং ৬০০-৩২০০ ডিপিআই এডজাস্টমেন্ট সুবিধা। এছাড়াও মাউসটি দিচ্ছে আরামদাযক আকৃতি ও মেটালিক অনুভূতি।

শক্তিশালী লিথিয়ান ব্যাটারি থাকায় মাউসটি প্রতি চার্জে প্রায় এক মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোন শাখা বা ডিলার হাউজে এটি পাওয়া যাচ্ছে।