টুইটার বার্তা সংরক্ষণে ‘সেইভ ফর লেটার’

ব্যস্ততায় তাৎক্ষণিক ভাবে পড়তে না পারলেও পরে সময় করে দেখে নেওয়া যাবে। তবে ফিচারটি কবে নাগাদ চালু হবে সে ব্যাপারে কিছু জানায়নি টুইটার।

বার্তা সংরক্ষণ সুযোগ চালু করতে যাচ্ছে টুইটার। ‘সেইভ ফর লেটার’ নামে ফিচারটি দিয়ে যেকোনো পোস্ট বুকমার্ক বা সংরক্ষণ করা যাবে। প্রাথমিকভাবে জাপানের ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হতে পারে। মাইক্রোব্লগিং প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের প্রধান কেইথ কোলম্যান জানান, অনেক দিন ধরেই ব্যবহারকারীরা এ ধরনের ফিচার চালুর অনুরোধ করছে।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]