রেকর্ড সংখ্যক গোল করে মূলপর্বে জার্মানি

বিশ্বকাপে খেলতে আর্জেন্টিনার খোঁড়ানোর বছরে রেকর্ড গড়েই রাশিয়া যাচ্ছে জোয়াকিম লো’র জার্মানি। যেখানে গতবারের রানর আপ দল আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে জিততে শেষ ম্যাচ জেতার সাথে তাকিকে থাকতে হবে উপরের সারির দলের উপর। সেখানের গতবারের চ্যাম্পিইন দল জার্মানি বাছাই পর্বের দশ ম্যাচের দশটিতেই জিতে বিশ্বকাপের টিকেট পেয়েছে।

রবিবার রাতে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়েছে জার্মানি। বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি বাছাই পর্বের খেলায় এক নতুন রেকর্ড গড়েছে জার্মানি। বিশ্বকাপে ইউরোপিয়ান বাছাই পর্বের ইতিহাসে সবথেকে বেশি ব্যবধান জার্মানির। এবারের বাছাই পর্বে জার্মানি গোল করেছে ৪৩টি। গোল হজম করেছে মাত্র ৪টি। ৩৯ গোলের ব্যবধান ইউরোপিয়ান বাছাই পর্বে সর্বোচ্চ। ১৯৯৮ বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চ ৩৩ গোলের ব্যবধান ছিল রোমানিয়ার। ১৯ বছরের রেকর্ড ভেঙে নতুন ল্যান্ডমার্ক তৈরি করেছে ফিফা র‍্যাংঙ্কিংয়ের শীর্ষ দলটি।

এ অঞ্চলে জার্মানি গোলের রেকর্ড গড়লেও গোল হজমের তিক্ত স্বাদ গ্রহণ করেছে সান মারিনো। বাছাই পর্বের দশ ম্যাচের দশটিতেই হারের স্বাদ পাওয়া সান মারিনো গোল হজম করেছে ৫১টি। জার্মানি দুই ম্যাচে তাদের জালে বল পাঠিয়েছে ১৫ বার।

জার্মানি ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ‘সি’ গ্রুপের পরের স্থানটিতে রয়েছে নর্দান আয়ারল্যান্ড। জার্মানির থেকে ১১ পয়েন্ট পিছিয়ে নর্দান আয়ারল্যান্ড।

https://youtu.be/D_54HcsDnRE