চায়না ওপেনের শিরোপা জিতলেন নাদাল
চায়না ওপেনের শিরোপা জিতলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার নিক কিরিয়সকে সরাসরি সেটে হারিয়ে মৌসুমে ষষ্ঠ শিরোপার স্বাদ পান এই তারকা। বেইজিংয়ে রোববার শিরোপা নির্ধারণী লড়াইয়ে কিরিয়সকে ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। ফরাসি ও উইএস ওপেন জয়ী স্প্যানিশ তারকা এই নিয়ে টানা নয়টি ম্যাচ জিতলেন।
এদিকে মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পরদিনই হেরে বসেছেন রোমানিয়ার তারকা সিমোনা হালেপ। শীর্ষ এই খেলোয়াড়কে সরাসরি ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন অবাছাই কাহোলিন গার্সিয়া।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]