লাল-সবুজ জার্সি পড়ে খেলবেন জিমি-চয়নরা

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে জাতীয় হকি দলের জার্সি উন্মোচন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, জাতীয় দলের কোচ মাহবুব হারুন, অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও ম্যানেজার রফিকুল ইসলাম কামাল।

অনুষ্ঠানে প্রধান কোচ মাহবুব হারুন আবারো ঘরের মাঠের টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলার
শুরুতেই মুখোমুখি পাকিস্তানের মতো দলের সঙ্গে। প্রথম ম্যাচটাকে কিভাবে নিচ্ছেন? ‘আমাদের প্রথম লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ভালো খেলা। সেটা যদি না পারি তাহলে পরের ম্যাচে নিজেদের শোধরাতে পারবো’-বলেছেন হারুন।

টুর্নামেন্ট শুরুর আগে অনেক চেষ্টা করা হয়েছে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার। সেটা হচ্ছে না। এটাকে বড় ঘাটতি হিসেবে দেখছেন না হারুন, ‘এ নিয়ে বেশি চিন্তিত নই। আমরা জাপানের বিপক্ষে ৪০ মিনিটের একটি প্রস্তুতি ম্যাচ খেলবো ৮ অক্টোবর। তারা আমাদের গ্রুপের দল। তাই আমরা ওই ম্যাচে আমাদের সব কৌশল প্রকাশ করবো না।’

প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমরা এখন টুর্নামেন্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শেষ সপ্তাহ তিনেক আমরা কঠোর পরিশ্রম করেছি। গেম প্লান নিয়ে কাজ করেছি। ছেলেদের মানসিকভাবে উদ্ভূদ্ধ করেছি। আমাদের প্রধান লক্ষ্য র্যাংকিংয়ের উন্নতি করা। আমরা টুর্নামেন্ট শুরু করবো ৮ দলের মধ্যে অষ্টম র্যাংকিংয়ে থেকে। আমরা উপরে উঠতে চাই। আমাদের প্রতিপক্ষ শক্তিশালী। তাদেরকে চ্যালেঞ্জ জানাতে চাই’- বলেছেন প্রধান কোচ মাহবুব হারুন।

সারোয়ারের পুরো টুর্নামেন্টে বহিষ্কার প্রসঙ্গে জাতীয় দলের কোচ বলেছেন, ‘খবরটি আমি বুধবার পেয়েছি। আমরা আগে জানতা সারোয়ার ৩ ম্যাচ নিষিদ্ধ আছে। এখন আমাকে স্ট্যান্ডবাই থেকে একজনকে নিতে হবে ১৮ জনের স্কোয়াডে।’

অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেছেন, ‘দীর্ঘদিন পর ঘরের মাঠে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে। নিজেদের সেরাটা দিতে মানসিকভাবে আমরা প্রস্তুত। আমরা যা শিখেছি সেটা যদি মাঠে প্রয়োগ করতে না পারি তাহলে সব বৃথা যাবে। সতীর্থদের বলেছি, মাঠে আমাদের পারফর্ম করতে হবে। সর্বশেষ কিছু টুর্নামেন্টে আমরা শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো খেলছি। যদিও হেরেছি। এ টুর্নামেন্টে আমরা প্রতিদ্বন্দ্বীতামূলক খেলতে চাই।’