নোবেল নয়, দেশের মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড়

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নোবেল নয়, দেশের মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় পাওয়া।জাতিসংঘ সফর শেষে যুক্তরাজ্যে অবস্থানরত শেখ হাসিনা বৃহস্পতিবার লন্ডনের স্যাভয় হোটেলে নিজ দলের প্রবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন।

মিয়ানমারে নির্যাতিত ৫ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনাকে এবারের নোবেল পুরস্কারের দাবিদার মনে করছেন তার দলের নেতা-কর্মীরা। সেজন্যই সাক্ষাৎ অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনার পর্যায়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের প্রসঙ্গটিও আসে।

এ প্রসঙ্গে দেশনেত্রী বলেছেন, নোবেল কোনো বিষয় নয়। তিনি বঙ্গবন্ধুর মেয়ে এটাই তার সবচেয়ে বড় পরিচয়। আর দেশের মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় পাওয়া।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান এম শরীফ, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আবুল হাশেম, জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।