অনুষ্ঠিত হল কুল নিবেদিত ঢাকা অ্যাটাক এর প্রিমিয়ার শো
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হল ‘কুল’ নিবেদিত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ এর জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানজ গ্রুমিং ব্র্যান্ড ‘কুল’ এর স্পন্সরে নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ এর এই প্রিমিয়ারে মুভির পরিচালক, মুল কাহিনীকার সহ সিনেমার মূল অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চলচিত্রাঙ্গনের তারকা, গণমাধ্যমের সুপরিচিত ব্যক্তিত্ব, স্কয়ার টয়লেট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আসাদুজ্জামান খান, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; জনাব হাসানুল হক ইনু, মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়; মোঃ আসাদুজ্জামান মিয়া, বিপিএম (বার), পিপিএম পুলিশ কমিশনার, ডিএমপি; ড. মোঃ জাবেদ পাটোয়ারি, ভারপ্রাপ্ত আই জি পি, বাংলাদেশ পুলিশ; কাহিনীকার জনাব সানী সানোয়ার, এডিসি – বোম্ব ডিসপোজাল ইউনিট, কাউন্টার টেররিজম, ডিএমপি; পরিচালক দীপঙ্কর দীপন; অভিনেতা আরিফিন শুভ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ড. জেসমিন জামান।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের সার্বিক তত্ত্বাবধায়নে নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ চলচিত্রটি ৬ অক্টোবর দেশ জুড়ে শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তবে শুধু বাংলাদেশেই নয়, তার দুই সপ্তাহ পর ছবিটি মুক্তি কানাডা, যুক্তরাষ্ট্র্র, আরব আমিরাত, ওমান ও কাতারের ২৫টি প্রেক্ষাগৃহে। হত্যা, মৃত্যু, আহাজারি আর আতঙ্কে পূর্ণ রাজধানী ঢাকা। একের পর এক অ্যাটাকে হতভম্ব আইন শৃঙ্খলা বাহিনীও। কিন্তু ধরাছোঁয়ার বাইরে আসল অপরাধীরা। আর তাদের ধরাশায়ি করতেই ঢাকা রক্ষা মন্ত্র নিয়ে হাজির বাংলা চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার আরিফিন শুভ।
ভারতীয় অসংখ্য সিনেমায় ‘এন্টি টেরোরিস্ট পুলিশ অ্যাকশন মুভি’র দেখা মেলে। কিন্তু বাংলাদেশে এমন সিনেমার দেখা মেলেনি। নির্মাতা দিপংকর দীপনের প্রথম সিনেমায় আরিফিন শুভ ছাড়াও অভিনয় করছেন মাহিয়া মাহী, এ. বি. এম সুমন, আফজাল হোসেন, নওশাবা, শতাব্দী ওয়াদুদের মতো অভিনেতাদের।