সব কালো দিন পেরিয়ে মূলস্রোতে ফিরেছেন সঞ্জয় দত্ত

সদ্য মুক্তি পেয়েছে সঞ্জয়ের কামব্যাক সিনেমা ‘ভূমি’। এই মুহূর্তে বিকানেরে চলছে তাঁর পরবর্তী ছবির শুটিং। তিগমাংশু ধুলিয়া পরিচালিত ‘সাহেব বিবি আউর গ্যাংস্টার ৩’-এর শুটিং করছেন অভিনেতা।

কিন্তু তার মধ্যেও সন্তানদের সঙ্গে সময় কাটালেন তিনি। ছ’বছরের যমজ সন্তান সাহরান ও ইকরার সঙ্গে শুটিং ব্রেকে ব্যাডমিন্টন খেলতে দেখা গেল তাঁকে।

স়ঞ্জয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন তিনি। খেলতে খেলতেই মনে পড়ছিল তাঁর ছেলেবেলার স্মৃতি। তিনি লিখেছেন, “মনে পড়ছে আমার ছোটবেলার কথা। যখন বাবার শুটিংয়ে যেতাম।”

সব কালো দিন পেরিয়ে মূলস্রোতে ফিরেছেন সঞ্জয় দত্ত

দীর্ঘ ইতিহাস রয়েছে তাঁর। বলা ভাল অন্ধকার ইতিহাস। জেলের জীবন কাটানোর ইতিহাস। বলিউডের মূল স্রোত থেকে ছিটকে যাওয়ার ইতিহাস। কিন্তু সে সব কালো দিন পেরিয়ে মূলস্রোতে ফিরেছেন তিনি।