সোহা ও কুণালের মেয়ের নামের মানে ঈশ্বরের উপহার
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দেবীপক্ষে মেয়ের জন্ম দিয়েছেন পটৌডি-কন্যা সোহা আলি খান। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
নবরাত্রিতে মা হয়েছেন শর্মিলা ঠাকুরের মেয়ে, সেফ আলি খানের বোন সোহা আলি খান। টুইটে করে তাঁদের সংসারে এই নতুন অতিথি আগমণের কথা জানিয়েছেন সোহার স্বামী কুনাল খেমু।
গতকালই টুইট করে কুনাল জানান, তাঁরা তাঁদের মেয়ের নামকরণ করেছেন ইনায়া নাউমি খেমু। ছোট্ট ইনায়া খুব সুন্দর এবং সুস্থ রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে আশীর্বাদ ও ভালবাসার জন্য।
মূলত ‘ইনায়া’ একটি আরবি শব্দ। যার অর্থ ঈশ্বরের উপহার। ক্ষেত্র বিশেষে অর্থ আলাদাও হতে পারে। নবমীর দিন জন্ম বলেই কি ‘নাওমি’ রয়েছে মেয়ের নামে? কুণাল সে বিষয়ে অবশ্য কিছু জানাননি।
অবশেষে মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সোহা এবং কুনাল। সামনে এল তাঁদের মেয়ের ছবি। মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে ছবি পোস্ট করলেন বাবা কুনাল খেমু এবং মা সোহা আলি খান। মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে ছবি পোস্ট করলেন বাবা কুনাল খেমু এবং মা সোহা আলি খান।